আইসিটি সৃজনশীল প্রশ্ন

১. সালাম সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করার সময় একটি বাটনে বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। ফলে যে কেউ ইচ্ছামত সেখানে প্রবেশ করতে পারে না এবং কর্মচারীদের সঠিক সময়ে অফিসে প্রবেশ নিশ্চিত হওয়ায় ব্যবসার লাভ অনেক বেড়েছে। হঠাৎ এক দুর্ঘটনায় নিহত বহু শ্রমিকদের পরিচয় প্রাথমিক অবস্থায় সনাক্ত করা যাচ্ছিল না। পরবর্তীতে সরকারের সদিচ্ছায় উচ্চ প্রযুক্তির মাধ্যমে অধিকাংশ লাশ সনাক্ত করা সম্ভব হয়।
ক. বায়োইনফরমেটিক্স কী? ১
খ. নিচের তাপমাত্রায় জীবাণু কিভাবে ধ্বংস করা যায় ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুসারে প্রতিষ্ঠানে কর্মচারীদের প্রবেশ প্রক্রিয়াটি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে শ্রমিকদের লাশ সনাক্তকরণের জন্য গৃহীত পদ্ধতি মূল্যায়ন কর। ৪
২. একটি বিশ্ববিদ্যালয়ের ‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ অনুষদের প্রতিটিতে অবস্থিত বিভিন্ন বিভাগের মধ্যে নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে। এখন প্রতিটি অনুষদকে আবার নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অনুষদগুলোর ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ায় মাধ্যম হিসেবে তার ব্যবহার করা যাচ্ছে না।
ক. মডেম কী? ১
খ. GSM এবং CDMA এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বর্ণিত ‘ক’ স্থানের নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে মাধ্যম নির্বাচনে তোমার সুপারিশের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
৩. আইসিটি শিক্ষক ক্লাসে তিনজন ছাত্রকে একটি করে পজিশনাল সংখ্যা লিখতে বললেন। ছাত্ররা লিখল যথাক্রমে (১০১০১১০)২, (৫৪৬)৮ এবং (২উ)১৬।
ক. বেজ কী? ১
খ. ইউনিকোড সব ভাষার জন্য উপযোগী-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বর্ণিত প্রথম সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা ২ এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করে দেখাও। ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত ১ম এবং ৩য় সংখ্যার যোগফল ২য় সংখ্যা থেকে বৃহত্তম না ক্ষুদ্রতম বিশ্লেষণ কর। ৪

Scroll to Top